শীতলক্ষা নদীর পশ্চিম পাড়ে মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। পূর্বমুখী একতলা ভবনের সামনে ছোট একটি বাগান এবং বড় একটি খেলার মাঠ আছে। ভবনে ৮টি কক্ষের মধ্যে ৬টি শ্রেণি কক্ষ ১টি অফিস কক্ষ এবং ১টি কাব কক্ষ হিসাবে ব্যবহৃত আছে।
১৯১৪ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের জন্য জমি দান করেন জনাব আঃ আজিজ ভূঞা এবং আব্দুল জব্বার ভূঞা, পিতা - মৃত হাজী মুন্সি আমিন উদ্দিন ভূইয়া সাং- পূর্বগ্রাম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
সন | ডি.আর ভূক্ত ছাত্র/ছাত্রী | পরীক্ষায় অংশগ্রহণকারী | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৮ | ৪৩ | ৪৩ | ১০০% |
২০০৯ সাল থেকে সমাপণী পরীক্ষা হচ্ছে। |
২০০৯ | ৩৩ | ৩২ | ১৩% | |
২০১০ | ৪০ | ৪০ | ১০০% | |
২০১১ | ৪২ | ৪২ | ১০০% | |
২০১২ | ৪৯ | ৪৯ | ১০০% |
প্রায় প্রতি বৎসর প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল এবং সাধারন কোটায় সরকারি বৃত্তি পায়।
সাজানো গুছানো বহুতল ভবনে শিশুবান্ধব পরিবেশে শিক্ষাথীদের কে আনন্দ দানের মাধ্যমে শিক্ষা দান করা।
উপজেলা থেকে প্রথমে মুড়াপাড়া মঠের ঘাট, নৌকা দিয়ে নদীপাড় হয়ে ‘‘মাঝিনা নদীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’’ সামনে থেকে রিক্সাযোগে অথবা সিএনজি পূবগাঁও বাজার। বাজারের পাশেই বিদ্যালয় টি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস