শীতালক্ষ্যা নদী (যা লক্ষ্ম্যা নদী নামেও পরিচিত) হল ব্রহ্মপুত্র নদের একটি উপনদী। এর গতিপথের প্রাথমিক পর্যায়ে এটি দক্ষিণ পশ্চিমে এবং পরে নারায়ণগঞ্জের পূর্ব দিয়ে কালাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীর সাথে মিশেছে। এর উপরিভাগের একটি অংশ বানর নদী নামে পরিচিত। নদীটি প্রায় ১১ কিলোমিটার লম্বা এবং নারায়ণগঞ্জের নিকটে এর সর্বোচ্চ প্রস্থ প্রায় ৩০০ মিটার। এর সর্বোচ্চ প্রবাহ ডেমরার কাছে ২,৬০০ কিউসেক। সারা বছর ধরে এর নাব্যতা বজায় থাকে। মাঝিনা নদীর শেষ উত্তর প্রান্তে রূপগঞ্জ খাল এসে শীতলক্ষ্যায় মিশেছে। নগরপাড়া সংযোগ সেতু নির্মানাধীন আছে এই নদীর উপর। নদীর পাড়ে অসংখ্য জাহাজ নির্মাণ শিল্প অবস্থিত নদীর পশ্চিম পাশে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। নদীর পাড়ে চনপাড়া পূনবার্সন কেন্দ্র অবস্থিত । নদীর পূর্বপাশে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সর্বোপরি কায়েতপাড়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর দৃশ্য অপরূপ। কায়েতপাড়া ইউনিয়নের সর্ব দক্ষিণে চনপাড়া পূনবার্সন কেন্দ্রের পাশ দিয়ে বালুনদী শীতলক্ষ্যায় এসে প্রবেশ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস