বড়ালু সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু গ্রামে অবস্থিত।
স্থাপিত- ১৯৩৩ ইং । এর একটি সুন্দর ইতিহাস রয়েছে। তখন ছিল বৃটিশ শাসন। প্রথম বিদ্যালয় গৃহটি ছিল তিন কক্ষ বিশিষ্ট্য টিনের চাল, টিনের বেড়া। প্রথম একজন শিক্ষক আর মাত্র কয়েক জন ছাত্র নিয়ে এর যাত্রা শুরু হয়।
সন | ডি.আর ভূক্ত ছাত্র/ছাত্রী | পরীক্ষায় অংশগ্রহণকারী | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৮ | ৩৭ | ৩৭ | ১০০% |
২০০৯ সাল থেকে সমাপণী পরীক্ষা হচ্ছে। |
২০০৯ | ২৫ | ২৫ | ১০০% | |
২০১০ | ২৯ | ২৯ | ১০০% | |
২০১১ | ৪১ | ৪১ | ১০০% | |
২০১২ | ৩৯ | ৩৯ | ১০০% |
২০১০ – ২০১২ খ্রীঃ পযন্ত প্রাপ্ত সরকারি বৃত্তি সংখ্যা মোট দশটি। এছাড়া বিভিন্ন বেসরকারি বৃত্তি প্রতিবছরই একাধিক পেয়ে থাকে।
শিক্ষার গুণগত মান ১০০% এ উন্নতি করন এর ধারা অব্যাহত রাখা ।
উপজেলা থেকে প্রথমে মুড়াপাড়া মঠের ঘাট, নৌকা দিয়ে নদীপাড় হয়ে ‘‘মাঝিনা নদীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’’ সামনে থেকে রিক্সাযোগে অথবা সিএনজি বড়ালু বাজার। বাজারের পাশেই বিদ্যালয় টি অবস্থিত।
আদ্দিদ সালেহ আরাফাত, লিমা আক্তার, তাছমিয়া আক্তার, জয়নব আক্তার, তাবাসসুম ইসলাম, ফাহিম ওসমান, হিমু আক্তার, সাদিয়া আক্তার, রুবাইয়া ইসলাম, মিলা আক্তার, মিনহাজুর রহমান, সোনিয়া আক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস