বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষিই এই কায়েতপাড়া ইউনিয়ন এর আর্থ সামাজিক উন্নয়নের মূল অংশ। তাই এই কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালের মধ্যে নেয়ার জন্য ২০০৪ সালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নীচ তলায় ২নং কক্ষে অফিসটির কার্যক্রম চালু করা হয়। তাই কৃষি বিষয়ক যে কোন পরামর্শ ও সেবার জন্য চলে আসুন।
সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ।
ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।
সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
কৃষি বাণিজ্যিকী করন
কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার
বর্তমানে গুটি, ইউরিয়া, বুরু ধানের শুকনা বিজতলা তৈরি ও সারিতে রুপন কৌশল ব্যবহার বিষয়ক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচী চলমান রয়েছে।
নাম | মোবাইল নম্বর | পদবী |
রোকেয়া | ০১৭১৪১৫৮৭৮ | উপসহকারী কৃষি কর্মকর্তা |
আঃ ছাত্তার ভূইঁয়া | ০১৯২৪৭৫৬০৫৬ | উপসহকারী কৃষি কর্মকর্তা |
রওশন আরা বেগম | ০১১৯৯৪৩৫৭৬৩ | উপসহকারী কৃষি কর্মকর্তা |
দেলোয়ার হোসেন (রাতুল) | ০১১৯৯০২৬৭৪৯ | উপসহকারী কৃষি কর্মকর্তা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস