Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৪-২০২৫ অর্থ বছরে বর্ধিত ফোটায় বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠীর ভাঙা এবং উপবৃত্তির অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত অনলাইন আবেদন গ্রহণ চলমান..........
বিস্তারিত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির বিশেষ ভাতা এবং শিক্ষা উপবৃত্তির অর্থ G2P পদ্ধিতে পরিশোধের নিমিত্ত চলমান অনলাইন এ্যাপ্লিকেশন লিংক 'mis.bhata.gov.bd/online- application এর মাধ্যমে আবেদন, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পত্র প্রেরণ করা

২। উল্লেখিত কার্যাদি সম্পাদন করতে প্রযুক্তিগত সমস্যা পরিলক্ষিত হওয়ায় সমাজেসবা অধিদপ্তর কর্তৃক CTM প্রকল্পের সহযোগিতায় নতুন mis এ আবেদন ফরম আপডেটসহ নতুন অনলাইন এ্যাপ্লিকেশন লিংক https://dss.bhata.gov.bd/online- application' প্রস্তুত করা হয়েছে। সেপ্রেক্ষিতে ১৫০-১১-২০২৪ তারিখ হতে ৫০-১১-২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত https://dss.bhata.gov.bd/online-application লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের পূর্বে এ বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অন্য কোন সরকারি সুবিধা নিয়মিত গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে। উল্লেখ্য পূর্বে ব্যবহৃত 'mis bhata.gov.bd/online-application' সিংকে বিষয়ে উল্লোখিত কার্যক্রম পরিচালনা না করার জন্য অনুরোধ করা হলো। পয়ে উল্লেখিত স্মারকমূলে প্রেরিত পত্রের অন্যান্য নির্দেশনা বলবৎ থাকবে।

৩। এমতাবস্থায়, তাঁর আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিসসমূহকে উল্লিখিত তারিখের মধ্যে https://dss.bhata.gov.bd/online- application জিংকে আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যে কোন প্রয়োজনে সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করা যেতে পারে।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
24/11/2024
আর্কাইভ তারিখ
31/12/2024