গণ বিজ্ঞপ্তি
অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ অনুযায়ী বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি সংক্রামত্ম বিশেষ বিজ্ঞপ্তি
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ এর মাধ্যমে অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা বাতিল করা হয়েছে। কিন্তু ইতোমধ্যে কয়েক মাস অতিবাহিত হলেও বাতিলকৃত ‘খ’ তালিকাভুক্ত সম্পত্তির মালিকানা দাবি করে এর নামজারি ও খাজনা পরিশোধের জন্য ভুমি অফিস সমূহে যথেষ্ট পরিমাণ আবেদন জমা পড়ছে না মর্মে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতি ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এ বিষয়ে সংশিস্নষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাতিলকৃত ‘খ’ তালিকাভুক্ত কোন সম্পত্তির মালিকনা যিনি দাবি করবেন তিনি তাঁর দাবির সমর্থনে সংশিস্নষ্ট ভূমি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবেন। ভূমি মন্ত্রণালয় হতে এ বিষয়ে ২১/১১/২০১৩ খ্রিঃ তারিখে ৬১৫ নং পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে স্পষ্টভাবে উলেস্নখ করা হয়েছে যে, বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত যে সব সম্পত্তির হোল্ডিং খোলা হয়েছিল এবং ভূমি উন্নয়ন কর আদায় করা হতো সে সকল সম্পত্তির ÿÿত্রে ভূমি উন্নয়ন কর পূর্ববৎ আদায় করা হবে। আর বৈধ দলিলাদি থাকার পরেও যাদের নামে হোল্ডিং খোলা হয়নি তাদের নাম হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। পরিপত্র জারির তারিখ অর্থাৎ ২১/১১/২০১৩ খ্রিঃ তারিখ হতে এক বছর সময়ের মধ্যে যে সব ভূমির মালিকগণ তাঁদের মালিকানার সমর্থনে বৈধ প্রমাণপত্র ও দলিলাদি দাখিল করতে ব্যর্থ হবেন সে সব সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯২ ধারামতে সরকারি ১ নং খাস খতিয়ানভু্ক্ত করা হবে। তাই সংশিস্নষ্ট সবাইকে সংশোধিত আইন এবং পরিপত্রের আলোকে দ্রম্নত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
মোঃ ইব্রাহীম হোসেন খান
অতিরিক্ত সচিব (আইন)
ভূমি মন্ত্রণালয়
মোবাঃ ৯৫৪০১৬৮
অত্র ভূমি অফিস আওতাধীন সকল ভূমি মালিকদের বিজ্ঞপ্তি আলোকে দলিলপত্র দাখিলের জন্য অনুরোধ করা হ’ল।
মোঃ আবুল হোসেন
ভূমি সহকারী কর্মকর্তা
কায়েতপাড়া ইউনিয়ন ভূমি অফিস
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস