ব্রিটিশ শাসনামলের ১৯২৮ সালে কায়েতপাড়া ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে প্রেসিডেন্ট বলা হত।১৯২৮ সনে রাধারমণ খাঁ চক্রবর্তী প্রথম প্রেসিডেন্ট হয়ে ১৯৩২ সন পযন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তারপর পযায় কক্রে মোঃ মেহের আলী ভূইয়া, আব্দুল জব্বার ভূইয়া, ডাঃ সেকান্দার আলী, মোঃ আয়েত আলী ভূইয়া, আঃ হাকিম ভূইয়া গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬০সালেসাবেক প্রেসিডেন্ট মোঃ আয়েত আলী ভূইয়াপ্রথমইউনিয়নপরিষদচেয়াম্যানমনোনীতহন। এবং পরবর্তীতে মোঃ জহিরুল হক ভূইয়া তিনিমুক্তিযুদ্ধচলাকালীনসময়েঅত্রইউনিয়নেরচেয়ারম্যানছিলেন।১৯৭১এবাংলাদেশস্বাধীনহবারপর১৯৭৪ সন পযন্ত তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন পরবর্তীতে মোঃ ওয়াহেদ আলী, মোঃ হাবিবুর রহমান ভূইয়া, মোঃ জহিরুল হক ভুইয়া, আফতাব উদ্দিন আহম্মেদ, মোঃ নুরুজ্জামান খাঁন (৩য় বার নিবাচিত) এবং স্বণ পদক প্রাপ্ত, এড. মোঃ গোলজার হোসেন (ভারপাপ্ত), বতমানে এড. মোঃ গোলজার হোসেন চেয়্যারম্যান এর দায়িত্ব পালন করে আসতেছ। কায়েতপাড়া ইউনিয়ন মোট ৪৬ টি গ্রাম নিয়ে গঠিত। কয়েক বছর পূবে চনপাড়া পূনবাসন কেন্দ্র কায়েতপাড়া ইউনিয়নের আওতাভূক্ত করা হয়েছে। সাবেক ঢাকা বতমান নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শীতল্যক্ষা নদীর পশ্চিম পার্শ্বে অবস্থিত এই ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস