মায়ের ভাষার অধিকার আদায়ে তপ্ত খুন ঝরানোর নজির বিশ্ব-ইতিহাসে বিরল। মুখের বুলি কেড়ে নিয়ে অনধিকার চর্চার পরিণত যে শুভ হয়না, শোষকের দলকে তার চরম ও পরম শিক্ষা দিয়েছিলো বাংলা মায়ের দামাল ছেলেরা। ভাষা-আন্দোলনে শহীদদের স্মৃতিবাহী এ শহীদ মিনার টি । ১৯৫২ সালের সেই মহান ভাষা শহীদদের স্মরণে আমাদের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে নির্মিত হয়েছে। ২০১১ সালের ফেব্রুয়ারী মাসে এটি নির্মিত হয়। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের অংশ হিসাবে এটি নির্মিত হয়। এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত মাঝিনা নদীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হয়। ২০১১ সালের ২১শে ফেব্রুয়ারী ফুল দেওয়ার মাধ্যমে এটি উদ্ধোধন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS